thefinancetoday@gmail.com শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬
২৭শে পৌষ ১৪৩২

সন্তান আছে প্রমাণ দিতে পারলে ২৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা!

Published: 06 July 2025 17:07 PM


ফাইল ছবি

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা এক টক শোতে হাজির হয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান। সেই কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাওয়াদ নির্ঝর তিশার সন্তানের ছবি দাবিতে কিছু ছবি প্রকাশ করেছেন। যা বেশ আলোড়ন ফেলেছে।

শনিবার জাওয়াদ নির্ঝর তিনটি ছবি প্রকাশ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, এটি তিশার সন্তানের ছবি। ছবিগুলো পোস্ট করে নির্ঝর লিখেছেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে।

অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা। যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে।

জাওয়াদ নির্ঝরের দাবি, তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে। তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেন। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিল না।’

এরপরই তানজিন তিশা সামাজিক মাধ্যমে বিষয়টিকে চ্যালেঞ্জ করেছেন। তিনি জানিয়েছেন তাঁর সন্তান আছে এটা প্রমাণ করতে পারলে ২০ হাজার ডলার দেবেন।

তিশা যে চ্যালেঞ্জ দিয়েছেন তাঁর বাংলাদেশি মুদ্রায় মূল্যমান ২৪ লাখ ৫২ হাজার টাকা।

এর আগে ওই শোতে তিশা বলেন, ‘জীবনে অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে- আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে! আর আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছি- এসব গুজব শুনে আমি আমার পরিবার, সকলে মিলে অনেক হাসছি। কারণ বেবিটা আমার না, ওই আমার বোনের বেবি।’ 

Comments here:

Related News